শেরপুরে বন্যার্তদের পাশে দাঁড়ালেন ইলিয়াস কাঞ্চন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ১৫ অক্টোবর ২০২৪

শেরপুরের নালিতাবাড়ীতে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার কলসপাড় ইউনিয়ন পরিষদে তিনি এই ত্রাণ বিতরণ করেন।

শেরপুরে বন্যার্তদের পাশে দাঁড়ালেন ইলিয়াস কাঞ্চন

এসময় বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে চার কেজি চাল, এক কেজি আটা, এক কেজি মসুর ডাল, লবণ, চিড়া, সয়াবিন তেল, পেঁয়াজ ও দুই কেজি আলু দেওয়া হয়।

এদিকে, ইলিয়াস কাঞ্চনের ত্রাণ বিতরণের কথা শুনে এলাকার উৎসুক জনতা তাকে এক নজর দেখার জন্য ভিড় করেন। পরে এলাকার ক্ষয়ক্ষতির কথা শুনে পুনর্বাসনের জন্য আরও সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন ইলিয়াস কাঞ্চন ।

শেরপুরে বন্যার্তদের পাশে দাঁড়ালেন ইলিয়াস কাঞ্চন

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা, ‘নিরাপদ সড়ক চাই’র মহাসচিব এসএম আজাদ হোসেন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি একেএম ফকরুল আলম, ময়মনসিংহের ‘নিরাপদ সড়ক চাই’র সভাপতি আব্দুল কাদের চৌধুরী, সহ-সভাপতি স্বাধীন চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, প্রিন্সিপাল মুনীরুজ্জামান মুনীর ও জয়জিত দত্ত শ্যামল।

ইমরান হাসান রাব্বী/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।