মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ১৫ অক্টোবর ২০২৪
ফাইল ছবি

বান্দরবানে মাদক মামলায় ম্যাংক্রাট মুরুং নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দীন এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত ম্যাংক্রাট মুরুং (৪৮) আলীকদম উপজেলার মাতামুহুরী রিজার্ভ মৌজা বড়বেতি পাড়া এলাকার মৃত রেংক্লেন মুরুংয়ের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ৬ জানুয়ারি রাত সাড়ে ৮টায় কুরুকপাতা
ইউপির ৬ নম্বর ওয়ার্ডের ২৩ বীর মেনদং আর্মি ক্যাম্পে সেনাবাহিনী ও আনসার ব্যাটালিয়ন সদস্যদের চেক পোস্টে ম্যাংক্রাট মুরুংকে তল্লাশি করলে ২০১৫ ইয়াবা পাওয়া যায়। এসময় তাকে আটক করা হয়। পরে পুলিশে দিলে আলীকদম থানার এসআই মোহাম্মদ আক্তার হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত এ রায় দেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইকবাল করিম জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। তবে আসামি পলাতক থাকায় গ্রেফতারের পর থেকে এ আদেশ কার্যকর হবে।

নয়ন চক্রবর্তী/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।