পাসের হার ৮১.২৪

রাজশাহী বোর্ডে জিপিএ ৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১১:৫৫ এএম, ১৫ অক্টোবর ২০২৪

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর অলিউল আলম ফলাফল ঘোষণার পর এ তথ্য জানা যায়।

এ বোর্ডে এবার পাস করেছে ৮২.২৪ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ৯০২ জন। তাদের মধ্যে ছাত্রী ১৪ হাজার ৫৯৭ ছাত্রী আর ছাত্র ১০ হাজার ৩০৫ জন।

রাজশাহী বোর্ডে এবার এইচএসসি তে মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৩৯ হাজার ৯৯৩ জন। এর মধ্যে পাস করেছে এক লাখ ১১ হাজার ৪৪৮ জন।
এবার এই শিক্ষা বোর্ডের আওতায় ৩৫টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। রাজশাহী শিক্ষা বোর্ডে মোট ৭৪১ কলেজের শিক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র ছিল ২০৩।

সাখাওয়াত হোসেন/এএইচ/জিকেএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।