কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ১৪ অক্টোবর ২০২৪
ফাইল ছবি

ফরিদপুরের সালথায় মেলায় এক কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাকুর আঘাতে কাশেম বেপারী (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় চাইনিজ কুড়ালের আঘাতে মিলন (৩২) নামের অপর এক যুবক আহত হন।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের ইমামবাড়ি মেলায় এ ঘটনা ঘটে।

নিহত কাশেম উপজেলার মধ্যবালিয়া গ্রামের গেদা বেপারীর ছেলে বলে জানা গেছে। আহত মিলনও একই গ্রামের মহিন উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেলে কাশেম, মিলনসহ কয়েকজন বন্ধু জয়ঝাপের ইমামবাড়ি মেলায় নৌকাবাইচ দেখতে যান। এসময় তাদের সঙ্গে ছিলেন এক কিশোরী। তাকে জয়ঝাপ এলাকার কয়েকজন ছেলে বিভিন্নভাবে উত্ত্যক্ত করেন। এর প্রতিবাদ করলে তারা কাশেম বেপারীর বুকে চাকু দিয়ে আঘাত করেন। মিলনকে কুড়াল দিয়ে আঘাত করা হয়। পরে তাদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাশেমকে মৃত ঘোষণা করেন। আহত মিলন চিকিৎসাধীন।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।