খুঁড়িয়ে চলছে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্স

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ১৪ অক্টোবর ২০২৪

জনবলসহ নানান সংকটে খুঁড়িয়ে চলছে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। একে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।

খোঁজ নিয়ে জানা যায়, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতাকর্মীর মঞ্জুরিকৃত পদ আছে পাঁচটি। যার সবগুলোই শূন্য। নিরাপত্তা প্রহরীর দুটি পদই শূন্য, অফিস সহায়কের মঞ্জুরিকৃত পদের পাঁচটির মধ্যে তিনটি, মালি পদের দুটিই, ওয়ার্ড বয় পদের তিনটির মধ্যে দুটি ও আয়া পদের জন্য মঞ্জুরিকৃত দুটি পদের দুটিই শূন্য আছে।

তৃতীয় শ্রেণির সাতটি পদ ফিজিওথেরাপি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, প্রধান সহকারী, ক্যাশিয়ার, প্রধান সহকারী কাম কম্পিউটার অপারেটর, গার্ডেনার এবং টিকিট ক্লার্ক পদগুলো দীর্ঘদিন ধরে জনবল শূন্য অবস্থায় রয়েছে।

আরও জানা যায়, কক্ষ সংকটের কারণে চিকিৎসকদের একই কক্ষেই গাদাগাদি করে বসতে হয়। প্যাথলজি বিভাগে সেল কাউন্টার মেশিন না থাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের সঠিক সেবা দিতে সমস্যায় পড়তে হচ্ছে। প্যাথলজি বিভাগে হরমোন অ্যানালাইজার নেই। দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে এক্সরে মেশিন। নিরাপত্তা প্রহরী না থাকায় হাসপাতালে চুরির ঘটনা লেগেই থাকে। পরিচ্ছন্নতাকর্মীর অভাবে হাসপাতালের পরিবেশ নোংরা।

চিকিৎসা নিতে আসা স্থানীয় সালাম বেপারী বলেন, ‘কখনো কখনো হাসপাতালের এক বেডে একাধিক রোগীকেও থাকতে হচ্ছে। রুমগুলো প্রায় সময় নোংরা থাকে। এতে আমাদের মতো গরিব রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।’

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইব্রাহিম হোসেন বলেন, জনবল সংকটের কারণে আমাদের খুবই সমস্যায় পড়তে হচ্ছে। শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়া জরুরি। তারপরও সেবা দিতে আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবিন বলেন, শূন্য পদসহ হাসপাতালের নানান সমস্যার বিষয়ে লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুত এর সমাধান হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।