শমী কায়সারের নামে শতকোটি টাকার মানহানির মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১৪ অক্টোবর ২০২৪
ফাইল ছবি

অভিনেত্রী শমী কায়সারের নামে মাগুরা আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মাগুরার সদর আমলি আদালতে শহরের দরিমাগুরা সরদার পাড়ার বাসিন্দা রেজোয়ান কবির বাদী হয়ে মামলাটি করেন।

মামলার অভিযোগ, শমী কায়সার একজন বাংলাদেশি অভিনেত্রী হয়েও বাংলাদেশি জাতীয়তাবাদে অবিশ্বাসী, রাজনৈতিক ব্যক্তির চরিত্র হননকারী, মুক্তিযুদ্ধের বিভেদ সৃষ্টিকারী। তিনি বিভিন্ন সময় সভা-সমাবেশে উদ্দেশ্যমূলকভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বক্তব্য দিয়ে আসছেন। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েও কটূক্তি করেছেন। আসামির কল্পনাপ্রসূত বক্তব্যের মাধ্যমে কমপক্ষে শতকোটি টাকার মানহানি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী কাজী মিনহাজ উদ্দিন বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য ঝিনাইদহ পিবিআইয়ের কাছে পাঠিয়েছেন।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।