নাফ নদীতে স্পিডবোট ডুবে শিশু নিখোঁজ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৪ অক্টোবর ২০২৪

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে স্পিডবোট ডুবে এক শিশু নিখোঁজ রয়েছে। এ ঘটনায় আটজনকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে নদীর গোলারচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজের নাম স্মৃতি নূর আলাইশা (৮)। সে সেন্টমার্টিন দ্বীপের ৬ নম্বর ওয়ার্ডের সাদ্দাম হোসেনের মেয়ে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, বেলা ১১টার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে ছেড়ে আসা টেকনাফগামী একটি স্পিডবোট নাফনদীর গোলারচর এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এসময় চালকসহ ৯ যাত্রীনিয়ে বোটটি ডুবে যায়।

খবর পেয়ে কোস্টগার্ড ও শাহ পরীর দ্বীপ জেটিঘাট এলাকার লাইনম্যান মো. আবদুল্লাহ নিজের উদ্ধারকারী স্পিডবোটের মাধ্যমে আটজনকে উদ্ধার করে। তবে শেষ পর্যন্ত একজনকে উদ্ধার করা হয়।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।