চাঁপাইনবাবগঞ্জ

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে কবজি বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৪ অক্টোবর ২০২৪
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের ককটেল বিস্ফোরণে রবিউল ইসলাম (৩৫) নামে এক যুবকের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মর্দনা-আইয়ুব বাজারে এ ঘটনা ঘটে।

কবজি বিচ্ছিন্ন হওয়া যুবক শিবগঞ্জ মরদানা এলাকার বিরাহিমপুর মহল্লার ইমতিয়াজের ছেলে। আহতরা হলেন মর্দানা মহল্লার কেটু মণ্ডলের ছেলে আমিনুল হক (৩৫) ও বিরাহিমপুর মহল্লার জোবদুলের ছেলে বাবু (৩৪)।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে সকালে মর্দনা-আইয়ুব বাজারে আওয়ামী লীগের আব্দুল গ্রুপ ও ইসমাইল গ্রুপের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রবিউলের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পরিস্থিতি শান্ত।

সোহান মাহমুদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।