ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ধীতপুর গ্রামের আক্কেল আলীর ছেলে ইনসাফ (৪) ও আশরাফ আলীর ছেলে আদিল (২)। তারা সম্পর্কে চাচাতো ভাই। সন্ধ্যায় তাদের দাফন সম্পন্ন হয়েছে।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিশু দুটি বাড়ির পাশে খেলা করছিল। খেলার ফাঁকে তারা পাশের একটি পুকুরের পানিতে তলিয়ে যায়। অনেকক্ষণ ধরে তাদের খোঁজাখুঁজি করা হয়। দুপুর ১টার দিকে মরদেহ ভেসে উঠে।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস