রাতেই ব্যালট পেপারে সিল : প্রিসাইডিং অফিসারসহ আটক ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীর হাট ইউনিয়নের যুগীর হাট মাদরাসা কেন্দ্রে রাতেই নৌকা মার্কায় সিল মেরে ব্যালট বাক্সে ফেলার অভিযোগে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এ ঘটনায় ওই ভোটকেন্দ্রের প্রিসাডিং অফিসার মোবারক হোসেনসহ ৫ জনকে আটক করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টায় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শুক্রবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীর হাট ইউনিয়নের যুগীরহাট মাদরাসা কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত মাহফুজুর রহমানের নিজ কেন্দ্রে তার সমর্থকরা প্রবেশ করে ব্যালট পেপারে নৌকায় সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে। শনিবার সকালে ভোট শুরুর আগে বিষয়টি জানাজানি হলে ওই কেন্দ্রে উপজেলা রিটার্নিং অফিসার অফিসার বিল্লাল হোসেনসহ নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছুটে যান।
এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, ভোট শুরুর আগে বিষণটি প্রমাণিত হওয়ায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করাসহ প্রিসাডিং অফিসার মোবারক হোসেনসহ ৫ জনকে আটক করা হয়েছে।
কামাল উদ্দিন/এফএ/এমএস