সবজি ক্ষেতে মিললো পুলিশের পিস্তল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১২ অক্টোবর ২০২৪

বগুড়ার ধুনট থেকে গুলি ও ম্যাগজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রান্ডিলা গ্রামের পাকা রাস্তার পাশে সবজি ক্ষেতের আইল থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।

শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, থানার এসআই হায়দার আলী শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার রান্ডিলা গ্রামে দুর্গাপূজা মণ্ডপে দায়িত্ব পালন করতে থাকেন। এসময় ওই গ্রামে রাস্তার পাশে সবজি ক্ষেতের আইলে ৮ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও বিদেশি পিস্তল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এসআই হায়দার আলী পরিত্যক্ত অবস্থায় গুলি, ম্যাগজিন ও পিস্তলটি উদ্ধার করেন।

ওসি সাইদুল আলম আরও বলেন, উদ্ধার হওয়া পিস্তলটি পুলিশেরই। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তীতে অস্ত্রটি রাজাবাগের কেন্দ্রীয় অস্ত্রাগারে পাঠানো হবে। সেখান থেকে অস্ত্রের পরীক্ষা করা হবে।

জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।