ময়মনসিংহ ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৩:২৮ এএম, ১২ অক্টোবর ২০২৪
মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ত্রিশালে লাইনচ্যুত হয় ব্রহ্মপুত্র এক্সপ্রেস

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ফাতেমানগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল ঘন্টাখানেক সময় বন্ধ ছিল। মঙ্গলবার (১ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ফাতেমানগর রেলওয়ে স্টেশন মাষ্টার মো. আলমগীর হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ট্রেনটির পেছনের দিক থেকে তিন নম্বর কোচের দুটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পেছনের তিনটি কোচ রেখে সামনের ১৪টি কোচ নিয়ে পৌনে ১১টার দিকে ময়মনসিংহের দিকে রওনা দেয় ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

মো. আলমগীর হোসেন আরও বলেন, ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ১টি বগি স্টেশনের দুই নম্বর লাইনে লাইনচ্যুত হয়। এক নম্বর লাইন দিয়ে ঢাকা ময়মনসিংহ ট্রেন চলাচল সচল রাখা হয়েছে। লাইনচ্যুত হওয়া বগি উদ্ধারে রিলিফ ট্রেন ফাতেমানগর স্টেশনের উদ্দেশ্যে আসছে। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ময়মনসিংহে পৌছালে অগ্নিবিনা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।

মঞ্জুরুল ইসলাম (MMI)
ময়মনসিংহ
মোবাইল-০১৭১২-৭৮৯৬৩২

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।