খালিয়াজুরীতে বজ্রপাতে জেলে নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০২:২১ পিএম, ১১ অক্টোবর ২০২৪
প্রতীকী ছবি

নেত্রকোনায় হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি খালিয়াজুরী উপজেলার গছিখাই গ্রামের গোলাম মোস্তফার ছেলে তানভীর মিয়া (১৯)। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তানভীরসহ তিনজন পার্শ্ববর্তী ইয়ারাবাজ হাওড়ে মাছ ধরতে যায়। রাত আনুমানিক দেড়টায় বজ্রপাত হয়। এসময় তানভীর আহত হন। তার সঙ্গে থাকা দুজন গুরুতর আহত হন। পাশের নৌকার জেলেরা বিষয়টি দেখতে পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহা আলম মিয়া (অ.দা.) বলেন, নিহত ব্যক্তির পরিবার ও আহত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

এইচ এম কামাল/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।