মাগুরা

বিলে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে দুজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১০ অক্টোবর ২০২৪

মাগুরার শালিখায় বিলে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ধনেশ্বরগতি ইউনিয়নের পাটধরা বিলে এ ঘটনা ঘটে।

তারা হলেন, কমলেশ বিশ্বাস (৫০) ও কনক বিশ্বাস (৫০)। কমলেশ উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের বড় থৈপাড়া গ্রামের কুমারেশ বিশ্বাসের ছেলে। কনক একই গ্রামের মৃত কালিপদ বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার ধনেশ্বরগতি ইউনিয়নের পাটধরা বিলে মাছ ধরতে যান দুজন। এসময় বজ্রপাতের ঘটনা ঘটলে নৌকাসহ তারা তলিয়ে যান। স্বজনরা খোঁজাখুঁজি করে রাত ১১টার দিকে কনক বিশ্বাসের মরদেহ উদ্ধার করে। এরপর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ওই বিল থেকে কমলেশ বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া জানান, বিলে নৌকাডুবে দুজনের মৃত্যু হয়েছে। স্বজনদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।