বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার এক ব্যক্তি
বিদেশি পিস্তল ও গুলিসহ সাহারুল (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে দর্শনা মোবারক পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাহারুল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা মোবারক পাড়ার পিয়ার আলীর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আসামি ও পিস্তলের তথ্য পায় চুয়াডাঙ্গার সেনাবাহিনী ক্যাম্প। ওই সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার লে. কর্নেল আবেদীনের নেতৃত্বে দর্শনা মোবারক পাড়ায় আসামির বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এসময় গোপন তথ্য অনুযায়ী বাড়ির পেছনে পুতে রাখা অবস্থায় যুক্তরাষ্ট্রের তৈরি একটি নাইন এম এম পিস্তল ও দুই রাউন্ড গুলি এবং একটি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন ক্যাম্প কমান্ডার লে. কর্নেল জয়নুল আবেদীন।
হুসাইন মালিক/জেডএইচ/এএসএম