চুয়াডাঙ্গায় সড়কে ঝরলো স্কুলশিক্ষিকাসহ দুজনের প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:৪৩ এএম, ১০ অক্টোবর ২০২৪
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর থানা পাইলট সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের শিক্ষিকা তাজমিনা খাতুন (৪৫) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগরপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত পবন মন্ডলের ছেলে আমজাদ হোসেন (৬০)।

জীবননগর থানা পাইলট সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক বলেন, তাজমিনা খাতুন জীবননগরের উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কম্পিউটারের শিক্ষক স্বামী আব্দুর শুকুরের সঙ্গে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার ভাড়া বাড়িতে যাচ্ছিলেন। চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের লোকনাথপুর এলাকায় পৌঁছালে অবৈধ ইঞ্জিনচালিত করিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তাজমিনা খাতুন ছিটকে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তির কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে, নিহত আমজাদ হোসেনের নাতি জানান, তার দাদা ঝালমুড়ি কিনে বাড়ি ফিরছিলেন। এ সময় বোয়ালিয়া-জালশুকা গ্রামের মাঝে ব্রিজের নিকট পৌঁছালে পেছন থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মুজতবা বলেন, তাজমিনা খাতুন মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে ওয়ার্ডে পাঠানোর কিছুক্ষণ পর তিনি মারা যান। এছাড়া বৃদ্ধ আমজাদ হোসেনকে জরুরি বিভাগে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আসার আগেই তিনি মারা যান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হুসাইন মালিক/ইএ 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।