অতিরিক্ত দামে ডিম বিক্রি করায় জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:০০ পিএম, ০৯ অক্টোবর ২০২৪

মাদারীপুরের শিবচরে বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিক্রয় ভাউচার ও মূল্যতালিকা না থাকা এবং খাবারে ক্ষতিকর রং থাকায় চার দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে শিবচর পৌর এলাকার কাঁচাবাজারে এ অভিযান চালানো হয়।

অতিরিক্ত দামে ডিম বিক্রি করায় জরিমানা

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন। এসময় অতিরিক্ত দামে ডিম বিক্রি এবং বিক্রয় ভাউচার দেখাতে না পারায় মেসার্স দুলাল মন্ডল ট্রেডার্সকে তিন হাজার টাকা, দুটি মুরগির দোকানকে পাঁচ হাজার টাকা এবং আকবর ট্রেডার্স নামের একটি মুদিদোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, ভোক্তার অধিকার সংরক্ষণে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। অনিয়ম পাওয়ায় শিবচর বাজারের চারটি দোকানে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।