পার্বত্য উপদেষ্টা

সহিংসতার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ০৯ অক্টোবর ২০২৪

সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

তিনি বলেন, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা হবে। এসময় আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটিতে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, সাম্প্রতিক ঘটে যাওয়া সহিংসতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। তারপরও যতটুকু সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হবে।

তিনি শহরের বনরূপা এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও আঞ্চলিক পরিষদ কার্যালয় ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন প্রমুখ।

সাইফুল উদ্দীন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।