পাওনা টাকা নিয়ে বিরোধে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ০৯ অক্টোবর ২০২৪

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে জেলার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা জাহান স্বর্ণা আসামির উপস্থিততে এ রায় দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সোহেল ও দীন মোহাম্মদ নামের দুজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিলীপ কুমার ঘোষ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের (২৫ জুলাই) আসামিরা পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কামালকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। পরে ওইদিন সন্ধ্যায় মরদেহ ধান খেত থেকে উদ্ধার করা হয়। পরদিন নিহতের ভাই আব্দুস সাহেদ বাদী হয়ে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা করেন।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন আব্দুল হান্নান ও আবু তালেব আমান।

এসকে রাসেল/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।