সিরাজগঞ্জের সিভিল সার্জনকে ওএসডি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:২৫ পিএম, ০৯ অক্টোবর ২০২৪

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রামপদ রায়কে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়।

বুধবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ফ.ম ওবায়দুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তবে কোন কারণে তাকে ওএসডি করা হলো সে বিষয়ে কিছু বলেননি।

এর আগে ২০২১ সালের ৮ এপ্রিল টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) থেকে পদোন্নতি পেয়ে ডা. রামপদ রায় সিরাজগঞ্জ সিভিল সার্জন হিসেবে যোগদান করেন। এরপর স্বাস্থ্য বিভাগের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে যান বলে গুঞ্জন রয়েছে।

এম এ মালেক/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।