হত্যাসহ ৮ মামলায় মুক্তাগাছার সাবেক মেয়র গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:১৭ এএম, ০৯ অক্টোবর ২০২৪

ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের সদ্য সাবেক পৌর মেয়র বিল্লাল হোসেন সরকারকে (৫৮) হত্যাসহ ৮ মামলায় গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

গ্রেফতার পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (৮ অক্টোরব) রাতে ময়মনসিংহ র‌্যাব-১৪’র সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে ওই দিন ডিএমপি ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিল্লাল হোসেন সরকারকে গ্রেফতার করে র‌্যাব-১৪।

ময়মনসিংহ র‌্যাব-১৪’র কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি পলাতক আসামি বিল্লাল হোসেন সরকার ডিএমপি ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আলও বলেন, বিল্লাল হোসেন সরকারের বিরুদ্ধে দখলদারিত্ব, চাঁদাবাজি, হত্যা, দুর্নীতি, ঘুসসহ নানান অভিযোগে থানায় ৮টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন। ওই সব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

মঞ্জুরুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।