বাংলাদেশে এসে ভারতে ফেরত যাওয়ার সময় সীমান্তে আটক মা-ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ০৮ অক্টোবর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় মা-ছেলেকে আটক করেছে বিজিবি। তারা দুজনই ভারতীয়। অবৈধভাবে বাংলাদেশে এসে আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে তারা আটক হন।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করে ফকিরমোড়া বিওপির টহল দল।

আটকরা হলেন ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার কমলপুর থানার মানিক ভান্ডার এলাকার জহর লাল দাসের স্ত্রী পান্না রানী দেব (৫৪) ও তার ছেলে অভি দাস (১৮)।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, তারা তোফাজ্জল হোসেন ও তৌহিদ মিয়া নামের দুজনের সহযোগিতায় অবৈধভাবে আব্দুল্লাহপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এক সপ্তাহ আগে ওপারে রামনগর থানার মানিক দাস নামের এক ব্যক্তির সহায়তায় পান্না দেব তার ছেলেকে নিয়ে কিশোরগঞ্জে শ্বশুরবাড়িতে যান।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।