বরিশালে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০৮ অক্টোবর ২০২৪

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিপ্লব সমাদ্দার (২৮) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী গ্ৰামের বিকাশ সমাদ্দারের ছেলে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে এ তথ্য জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিপ্লব মারা যান। একই সময়ে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৯৩ জন।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগের দুই মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন হাজার ৩৮৯ জন রোগী ভর্তি হন। এরমধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৮১ জন।

একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৮৫ জন।

শাওন খান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।