রাজনীতি থেকে বিদায় নিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য আবুল কাসেম সরকার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১১:৪১ এএম, ০৮ অক্টোবর ২০২৪

ব্যক্তিগত কারণ দেখিয়ে দলীয় রাজনীতি থেকে বিদায় নিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাবেক দুই বারের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মো. আবুল কাসেম সরকার। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান বরাবর এ সংক্রান্ত একটি পদত্যাগপত্র জমা দিয়েছেন গত রোববার (৬ অক্টোবর)।

সাবেক এই এমপির স্বাক্ষরিত পদত্যাগপত্রে বিষয় উল্লেখ ছিল, দল থেকে পদত্যাগ প্রসঙ্গে। অতঃপর তিনি লিখেছেন, ‘মাননীয় চেয়ারম্যান, আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আমি মো. আবুল কাসেম সরকার, আরও বেশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে ব্যস্ত থাকার কারণে রাজনীতি থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছি। তাই আমার ওপর বর্ণিত দায়িত্ব, দলের প্রেসিডিয়াম সদস্য ও প্রাথমিক সদস্য পদ থেকে অদ্য ৬ অক্টোবর ২০২৪ ইং পদত্যাগ করলাম।’

আলহাজ্ব আবুল কাসেম সরকার ১৯৮৬ সালে তৃতীয় সংসদ নির্বাচন ও ১৯৮৮ সালে চতুর্থ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এ প্রেক্ষাপটে তিনি ১৯৮৬ সালের ৭ মে থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের এমপি হিসেবে দায়িত্বাধীন ছিলেন। তার বাড়ি নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় এমপি পার্ক এলাকায়।

নাটোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান অনিক প্রবীণ এই রাজনীতিবিদ ও সাবেক এমপি আবুল কাসেম সরকারের রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।