পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০২:০৩ এএম, ০৮ অক্টোবর ২০২৪
ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার (৭ অক্টোবর) রাতে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নীলফামারীর ডোমার উপজেলার নন্দ কিশোর রায় (৪৫), পরিমল রায় (২১), নিত্যানন্দ রায় (২১), সঞ্জয় চন্দ্র (১৭) এবং কল্যাণ রায় (২৪)।

সোমবার রাত ১১টা দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে নীলফামারি ৫৬ বিজিবি জানায়, সোমবার রাতে সীমান্তের মেইন পিলার ৭৭৫ এলাকা দিয়ে পাঁচ বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। খবর পেয়ে বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে শুয়েরপাড় এলাকা থেকে বিজিবি টহলদল তাদের আটক করে। আটক ব্যক্তিদের জেলার বোদা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, সোমবার রাতে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এক মানবপাচার চক্রের মাধ্যমে তারা ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। আটকদের বিরুদ্ধে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

সফিকুল আলম/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।