১৮ কেজি ইলিশসহ ভারতীয় আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ০৭ অক্টোবর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ইলিশ পাচারের সময় ভারতীয় ট্রাকসহ চালককে আটক করেছে বিজিবি। এসময় ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ জব্দ করা হয়।

সোমবার (৭ অক্টোবর) সকালে সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় পণ্য খালাসের পর ফিরে যাওয়ার সময় ট্রাক থেকে জিরো পয়েন্টে মাছগুলো জব্দ করা হয়।

আটক ব্যক্তি ভারতের মালদা জেলার কাঞ্চান্টার টিয়াকাঠি গ্রামের রনজিৎ মণ্ডলের ছেলে অলক মণ্ডল (২২)।

১৮ কেজি ইলিশসহ ভারতীয় আটক

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সংবাদ ছিল ভারতীয় কোনো ট্রাকে করে সোনামসজিদ জিরো পয়েন্ট দিয়ে ইলিশ পাচার হতে পারে। পরে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়। একপর্যায়ে ভারতীয় একটি খালি ট্রাক সোনামসজিদ বন্দর থেকে ভারতে প্রবেশের সময় তল্লাশি করা হয়। এসময় একটি বক্সে ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ পাওয়া যায়।

তিনি আরও জানান, অবৈধভাবে ইলিশ মাছ ভারতে চোরাচালানের দায়ে ভারতীয় ট্রাকচালক অলক মণ্ডলকে আটক করা হয়। পরে আটক ব্যক্তি, ইলিশ মাছ এবং ট্রাকটি শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

সোহান মাহমুদ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।