সখীপুরে মা-ছেলে প্রার্থী


প্রকাশিত: ০৫:৫০ এএম, ০৬ মে ২০১৬

টাঙ্গাইলের সখীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মা ও ছেলে ভোটযুদ্ধে নেমেছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাচাইয়ের শেষ দিনে মা ফজিলাতুন্নেছা ও ছেলে হাফিজুর রহমান চৌধুরী পলাশের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। মা ও ছেলের নির্বাচনে অংশ নেওয়ায় ভোটারদের মাঝে আলোচনার ঝড় বইছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার বহুরিয়া ইউনিয়নে (সংরক্ষিত-১, ২ ও ৩ নং ওয়ার্ড) নারী সদস্য পদে সাবেক ইউপি সদস্য ফজিলাতুন্নেছা তার মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে ছেলে যাদবপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যবসায়ী হাফিজুর রহমান চৌধুরী পলাশ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, যাচাই-বাচাইয়ে মা ও ছেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এর আগে মা-ছেলে এক ইউনিয়নের বাসিন্দা থাকলেও ইউনিয়ন ভাগ হওয়ায় মা বহুরিয়া ইউনিয়নে ছেলে যাদবপুর ইউনিয়নে ভোটযুদ্ধে নেমেছেন। মা ও ছেলের নির্বাচনী মাঠে ভোট প্রার্থনায় ভোটারদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে।

আরিফ উর রহমান টগর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।