কক্সবাজারে চিংড়ি ঘেরে ডুবে দুই শিশুর মৃত্যু
কক্সবাজারের পেকুয়ায় চিংড়ি ঘেরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা সদর ইউনিয়নের ছিরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলো, ছিরাদিয়া এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে আবু বক্কর (৬) ও নজরুল ইসলামের ছেলে নাজেম উদ্দিন (৫)। সম্পর্কে তারা চাচাতো-জেঠাতো ভাই।
মৃতের স্বজন ও পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম. আযম খান বলেন, দুপুরে দুই ভাই উঠানে খেলছিল। কোনো এক সময় বাড়ির পাশে নজরুল ইসলাম ও তার ভাইদের চিংড়ি ঘেরে পড়ে যায় তারা। বিকেল পর্যন্ত তাদের না পেয়ে বাচ্চাদের খুঁজতে থাকেন। বাড়িতে স্থানীয় লোকজন জড়ো হলে আমিও সেখানে যাই। একপর্যায়ে নাজেমকে বাড়ির পাশে চিংড়ি ঘেরের পানিতে ভাসতে দেখি। অপরজনকে পানির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. মানিক বলেন, রাতে তাদের দাফন করা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস