নোয়াখালীতে ফের বন্যা, ১২ লাখ মানুষ পানিবন্দি
টানা বর্ষণে নোয়াখালীতে ফের বন্যা দেখা দিয়েছে। জেলার আট উপজেলায় বন্যার পানিতে আটকা পড়েছেন অন্তত ১২ লাখ মানুষ।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলার ৮৭ ইউনিয়নে ১১ লাখ ৯৫ হাজার ৩০০ মানুষ পানিবন্দি। ২৩ কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এক হাজার ২৫ জন। এ পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা ১২ জন।
সরেজমিন ঘুরে দেখা যায়, ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে বসতঘর ও সড়ক। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। তবে জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করে বের হয়েছেন রিকশাচালক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ। রাস্তাঘাটে মানুষ কম থাকায় তারাও পড়েছেন বিপাকে।
জেলা আবহাওয়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, শনিবার মাইজদীতে ১২৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা মো. ইমরান হোসেন বলেন, টানা বৃষ্টিতে নোয়াখালীর বেগমগঞ্জের প্রায় সব গ্রামের মানুষ পানিবন্দি। নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। নতুন করে বৃষ্টি হওয়ায় ভোগান্তি আরও বেড়েছে।
সদর উপজেলার বাসিন্দা মো. আবদুর রহমান বলেন, বন্যার পানি কমতে শুরু করেছিল। কিন্তু বৃষ্টিতে আবার বেড়েছে। গত মাসেও এমন অবস্থা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, বন্যাদুর্গতদের জন্য ১৬ লাখ এক হাজার ২৫০ নগদ টাকা, ২০০ মেট্রিকটন চাল ও দুই হাজার ৫০০ প্যাকের শুকনো খাবার মজুত রয়েছেন।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস