ফুটবল খেলার সময় মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লো তরুণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:১৯ এএম, ০৬ অক্টোবর ২০২৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে ফুটবল খেলার সময় ফাহিম (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে যশরা ইউনিয়নের দৌলতপুর মাঠে এই ঘটনা ঘটে।

ফাহিম উপজেলার সালটিয়া ইউনিয়নের জন্মজয় গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। জেএসএস ক্লাবের প্রধান উপদেষ্টা মতিউর রহমান জাগো নিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেএসএস ক্লাবের সঙ্গে দৌলতপুরের একটি ফুটবল ম্যাচ ছিল, খেলা চলছিল। ওই খেলায় ফাহিম অতিরিক্ত খেলোয়ার হিসেবে সাইড বেঞ্চে বসেছিল। বিরতির পর ফাহিমকে মাঠে নামানো হয়। মাঠে নামার দুই থেকে তিন মিনিট পর মাঠেই লুটিয়ে পড়ে ফাহিম। পরে ফাহিমকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঞ্জুরুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।