তারেক, রিজভী ও মীর নাসিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৪

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাসির উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত মানহানীর মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিজ্ঞ আদালত।

মঙ্গলবার দুপুর তিনটায় ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান সিদ্দিকের আদালত মামলার আসামিগণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এর আগে দুপুর দেড়টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি মামুস বিল্লাহ বাদী হয়ে এই মানহানীর মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৫ ডিসেম্বর যুক্তরাজ্যের অ্যাট্রিয়াম ব্যাংকোয়েট হলে স্থানীয় বিএনপি আয়োজিত বিজয় দিবসের এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ ও ‘পাক বন্ধু’ এবং খুনী বলে মন্তব্য করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।