তেঁতুলিয়ায় ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ০৫ অক্টোবর ২০২৪

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার দেবনগর ইউনিয়নের নন্দগছ এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে সেটি রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে

সংশ্লিষ্ট সূত্র জানায়, তেঁতুলিয়া সীমান্তের একটি বাঁশঝাড়ে সাপটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বনবিভাগের বিট কর্মকর্তারা সাপটি উদ্ধার করা হয়। সাপটির দৈর্ঘ্য ১৪ ফুট। এর ওজন ৯ কেজি ২০০ গ্রাম।

jagonews24

বন বিভাগের বিট কর্মকর্তা নুরুল হুদা বলেন, স্থানীয় সাদেকুল নামে এক ব্যক্তির সহযোগিতায় সাপটি বস্তাবন্দি করা হয়। আমরা সাপটি দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে পাঠিয়েছি। সেখানে অবমুক্ত করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি বলেন, এর আগেও কয়েকবার এলাকায় অজগর দেখা যায়। ধারণা করা হচ্ছে পাহাড়ি ঢলের কারণে ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

সফিকুল আলম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।