ফরিদপুরে শিক্ষার্থীদের জন্য ‘হাফ পাস’ চালুর ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০৫ অক্টোবর ২০২৪

ফরিদপুরে শিক্ষার্থীদের জন্য ‘হাফ পাস’ (অর্ধেক ভাড়া) চালুর ঘোষণা দিয়েছে বাস মালিক গ্রুপ। শনিবার (৫ অক্টোবর) দুপুরে জেলা বাস মালিক সমিতি, মিনিবাস মালিক সমিতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এক সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, পুরো সপ্তাহে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষার্থীরা বাসে অর্ধেক ভাড়া দেওয়ার এ সুবিধা পাবে। এজন্য শিক্ষার্থীদের সঙ্গে ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র থাকতে হবে।

সভা শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের হাফ ভাড়া ও পরিবহন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে শনিবার নতুন বাসস্ট্যান্ডে সমিতির কার্যালয়ে এ সভা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী, মিনিবাস মালিক গ্রুপের সভাপতি বজলুর রশিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শামীম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরবার নাদিম ইতু, সাইফ খান, মেহেদী হাসান, সোহেল রানা, সিফাত হাসান খান, রাফসান হিমেল ও শাহরিয়ার রফিন প্রমুখ।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরবার নাদিম ইতু বলেন, দেশের বিভিন্ন জেলার মতো ফরিদপুরের শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক নেওয়ার জন্য বাস মালিক পক্ষকে অনুরোধ করি। তারা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমাদের দাবির সঙ্গে একমত প্রকাশ করেন। আগামীকাল থেকে কার্ডধারী ছাত্র-ছাত্রীদের জন্য অর্ধেক ভাড়া আদায়ে নির্দেশ দেন।

এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবির প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি সপ্তাহের প্রতিদিনই যৌথভাবে শিক্ষার্থীদের বাসের ভাড়া অর্ধেক নেওয়ার। তবে ঈদের ১০ দিন আগে ও ১০ দিন পরে এবং দুর্গাপূজার পাঁচদিন আগে ও পাঁচদিন পরের সময়টুকু এ সিদ্ধান্ত কার্যকর থাকবে না।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।