কারাগারে হঠাৎ অসুস্থ এম এ মান্নান, নেওয়া হলো হাসপাতালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪:১০ পিএম, ০৫ অক্টোবর ২০২৪
ফাইল ছবি

অসুস্থবোধ করায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানায়, ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে মান্নানকে আটক করে যৌথ বাহিনী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাকে গ্রেফতার দেখিয়ে ২০ সেপ্টেম্বর আদালতে পাঠানো হয়। আদালত সাবেক এই মন্ত্রীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। কিন্তু কারাগারে যাওয়ার ১৬ দিনের মাথায় শনিবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, দুপুরে কারাগারের ভেতরে হঠাৎ সাবেক পরিকল্পনামন্ত্রী অসুস্থ হলে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

এর আগে ২ সেপ্টেম্বর আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলা করেন। এই মামলায় কারাগারে ছিলেন সাবেক মন্ত্রী।

লিপসন আহমেদ/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।