পালানোর পর স্কুলছাত্রী উদ্ধার, উধাও পুলিশ সদস্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:৩৪ এএম, ০৫ অক্টোবর ২০২৪
কনস্টেবল সুমন হোসেন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যান সুমন হোসেন নামে এক পুলিশ সদস্য। পরে মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হলেও সুমন পলাতক রয়েছেন।

সুমন হোসেনের বাড়ি যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে। চাকরিসূত্রে তিনি চুয়াডাঙ্গায় কর্মরত। তিনি আগে থেকেই বিবাহিত।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল সুমন হোসেন জীবননগর থানাধীন রায়পুর পুলিশ ক্যাম্পে কর্মরত থাকাকালীন ওই স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে কনস্টেবল সুমন হোসেনকে রায়পুর ক্যাম্প থেকে সরিয়ে জেলা পুলিশ লাইন্সে পাঠানো হয়। এরপর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন জামজামি পুলিশ ক্যাম্পে বদলি করা হয়। সেখানে মোবাইল ফোনে ৬-৭ মাস যাবত যোগাযোগ অব্যাহত রাখেন তারা। গত ৩০ সেপ্টেম্বর তারা ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকায় চলে যান। এরপর ওই স্কুলছাত্রীর বাবা জীবননগর থানায় বিষয়টি জানালে স্কুলছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও কনস্টেবল সুমন হোসেনের কোনো হদিস মেলেনি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বিষয়টি জানতে পেরে রায়পুর থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এরপরও তারা যোগাযোগ অব্যাহত রাখে। গত ৩০ তারিখ তারা কোটচাঁদপুর এলাকায় চলে যায়। স্কুলছাত্রী আমাদের হেফাজতে আছে। কনস্টেবল সুমন হোসেনের হদিস পাওয়া যায়নি। তাকে র‌্যাবে বদলি করা হলেও যোগদান করেনি। তাই বর্তমানে পুলিশ সদস্য বলা ঠিক হবে না। স্কুলছাত্রীর বাবা মামলা করলে আমরা মামলা নেবো।

হুসাইন মালিক/এফএ/এমএমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।