ময়মনসিংহে ভারী বর্ষণ-পাহাড়ি ঢলে কয়েক হাজার মানুষ পানিবন্দি
ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় ১৪৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে জেলার সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার বেশকিছু গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। শুক্রবার (৪ অক্টোবর) দিনভর জেলায় বৃষ্টিপাত হয়।
স্থানীয় সূত্র জানায়, টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে হালুয়াঘাট, ধোবাউড়াসহ আশপাশের এলাকা। তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি, স্কুল-কলেজ, ফিশারিসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন জানান, উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও ঘোষগাঁওসহ কয়েকটি গ্রাম তলিয়ে গেছে। তবে পুরাপুরি তথ্য এখনো পাওয়া যায়নি। নেতাই নদীর বাঁধ কিছু পয়েন্টে ভেঙে গেছে। এক থেকে দেড় হাজার লোক পানিবন্দি আছেন। প্রায় তিনশ ঘরবাড়ির পানিতে তলিয়ে গেছে। প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বলা হয়েছে জানমালের নিরাপত্তার ব্যবস্থা নিতে।
হালুয়াঘাট ইউএনও আবিদুর রহমান বলেন, এটা নিয়ে আমরা কাজ করছি। যেসব এলাকায় পানি আটকে জলাবদ্ধতা দেখা দিয়েছে, সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।
ময়মনসিংহ আবহাওয়া অফিসের ইনচার্জ মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
মঞ্জুরুল ইসলাম/এসআর/এএসএম