কুমিল্লায় উদ্ধার হওয়া পা-টি কার?


প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০৫ মে ২০১৬

কুমিল্লা মহানগরীতে পরিত্যক্ত অবস্থায় মানুষের দেহ থেকে বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার নগরীর ডায়াবেটিক হাসপাতাল সড়কের উত্তর মাথায় ডাস্টবিনের পাশ থেকে পুলিশ পা-টি উদ্ধার করে। উদ্ধার হওয়া পা-টি কার এ নিয়ে নগরজুড়ে দিনভর বেশ গুঞ্জণ চলছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাস্টবিনের ময়লা আবর্জনার স্তুপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। বিকেলে কুকুর কামড় দিয়ে ওই ডাস্টবিনের পাশে থাকা মানুষের একটি পা বের করে। পরে স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ওই পা-টি উদ্ধার করে কোতয়ালী মডেল থানায় নিয়ে যায়।

দুর্বৃত্তরা অন্য কোনো স্থানে কারো দেহ থেকে একটি পা বিচ্ছিন্ন করে ওই ডাস্টবিনে ফেলে রেখেছিল বলে স্থানীয়রা ধারণা করছে বলে জানিয়েছে পুলিশ।

কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, কোনো অসুস্থ কিংবা ডায়াবেটিক রোগীর দেহ থেকে পা-টি বিচ্ছিন্ন করে ওই ডাস্টবিনে ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কামাল উদ্দিন/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।