গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অভিযান, গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ০৪ অক্টোবর ২০২৪

গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতিসহ চারজনকে আটক করা হয়েছে।

আটকদের স্বেচ্ছাসেবক দলের নেতা দিদার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে তারা কেউ-ই এ মামলার এজাহারভুক্ত আসামি নয়।

গ্রেফতাররা হলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম মাহমুদ, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম মিনা, জেলা আওয়ামী লীগ নেতা তৌফিকুর রহমান ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রুহুল তালুকদার।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে গত ১৩ সেপ্টেম্বর জেলা সদরের ঘোনাপাড়া এলাকায় বিএনপি নেতা এসএম জিলানীর গাড়িবহরে হামলায় নিহত হন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা খায়রুল আলম দিদার। এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমসহ ১১৮ জনের নাম উল্লেখ ও ১৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে সদর থানায় মামলা করেন দিদারের স্ত্রী রাবেয়া রহমান।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।