ট্রাফিক বিভাগকে রোড ডিভাইডার উপহার দিলো নওগাঁ পিপলস্ সিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১১:২০ এএম, ০৪ অক্টোবর ২০২৪

নওগাঁ শহরের বিভিন্ন পয়েন্টে সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের ট্রফিক বিভাগকে ছয়টি রোড ডিভাইডার উপহার দিয়েছে ‘নওগাঁ পিপলস্ সিটি’ নামে এক আবাসন কোম্পানি।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের জজ কোর্টের সামনের সড়কে পুলিশ সুপার কুতুব উদ্দীনের কাছে এসব রোড ডিভাইডার হস্তান্তর করেন কোম্পানির ব্যবস্থ্যাপনা পরিচালক কাজী মহিউদ্দীন আলমগীর।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আহসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, ট্রাফিক বিভাগের পরির্দশক মুহাম্মদ আফজাল হোসেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকীসহ ট্রাফিক বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

নওগাঁ পিপলস্ সিটির ব্যবস্থ্যাপনা পরিচালক কাজী মহিউদ্দীন আলমগীর বলেন, ৫ আগস্টের পর সড়কে শৃঙ্খলা ফেরাতে এক প্রকার হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। শহরের বিভিন্ন পয়েন্টে যানজট বিগত দিনের তুলনায় অনেকাংশেই বেড়েছে। এ মুহূর্তে কিছু রোড ডিভাইডার কাজে লাগানো গেলে যানজট কিছুটা হলেও কমবে। সেই চিন্তাধারা থেকেই জনদুর্ভোগ কমাতে আমরা ছয়টি রোড ডিভাইডার জেলা পুলিশকে উপহার দিয়েছি। প্রয়োজনে আগামীতে জেলা পুলিশকে আরও রোড ডিভাইডার দিয়ে সহযোগিতা করা হবে।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।