নরসিংদীতে ২৪ ঘণ্টা গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ০৩ অক্টোবর ২০২৪

নরসিংদীতে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে যানবাহন শ্রমিকরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে মহাসড়কের শাহেপ্রতাব মোড়ে অবরোধ অবস্থান নেয় তারা। এতে আড়াই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দুপুর ২টা ২০ মিনিটে যান চলাচল স্বাভাবিক করেন।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নরসিংদীর সিএনজি পাম্পগুলো অতিরিক্ত মুনাফা লাভের আশায় প্রাইভেট যানবাহনে গ্যাস না দিয়ে শিল্প কারখানায় বড় কনটেইনারে গ্যাস দিচ্ছে। ফলে ভাড়ায়চালিত মাইক্রোবাস, প্রাইভেটকার, বাসসহ সবধরনের যানবাহনে গ্যাস পাচ্ছে না। গ্যাস পেলেও গ্যাসের চাপ পাচ্ছে না।

এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পরে সেনাবাহিনীর সদস্যরা দুপুর ২টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

সেবাসংঘ মাইক্রোস্ট্যান্ডের সাধারণ সম্পাদক লিটন মিয়া বলেন, প্রত্যেকটা সিএনজি পাম্পে অবৈধভাবে শিল্পকারখানার কনটেইনারে গ্যাস দিচ্ছে। একটি কনটেইনারে ২-৩ লাখ টাকার গ্যাস দিচ্ছে। আমরা গ্যাস নিতে গেলেও তারা দিচ্ছে না। আর গ্যাস দিলেও গ্যাসের চাপ থাকে না। ফলে আমরা যাত্রী বা রোগী নিয়ে গন্তব্যে পৌঁছতে পারি না।

আরশিনগর মাইক্রোস্ট্যান্ডের সভাপতি মো. আইয়ুব বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। আমরা ডাল ভাত খেয়ে বাচতে চাই। নরসিংদী পাম্পগুলো থেকে গ্যাস নিতে আমরা প্রতিনিয়ত হয়রানি হই। একজন ইমারজেন্সি রোগী নিয়ে ঢাকা যেতে চাইলে ১৫০ টাকার গ্যাস পাই। অথচ আমার গাড়িতে গ্যাস নেওয়া যায় ১২০০ টাকার।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল হকে সোহাগ বলেন, গ্যাসের দাবিতে ভাড়ায় চালিত যানবাহনের চালকরা সড়ক অবরোধ করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলে যান চলাচলের ব্যবস্থা করেছি।

নরসিংদী তিতাস গ্যাসের ডিজিএম মামুনুর রহমান বলেন, সিএনজি পাম্পগুলো থেকে কারখানায় গ্যাস দেয়ার বিধান আছে কিনা বিষয়টি এখনো পরিষ্কার নয়। আমরা আইনগুলো খতিয়ে দেখছি। তারপর সব কিছু বলা যাবে।

সঞ্জিত সাহা/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।