মাদরাসা শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে প্রিন্সিপাল গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০২:১৮ পিএম, ০৩ অক্টোবর ২০২৪

মৌলভীবাজারে শিক্ষিকাকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে একই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা আলতাফুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আলতাফুর রহমান মৌলভীবাজারের জামিয়া আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসার প্রিন্সিপাল। ওই শিক্ষিকা ১ অক্টোবর তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতেই আলতাফুরকে গ্রেফতার করে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই শিক্ষিকা ২০১৯ সাল থেকে মাদরাসায় চাকরি করতেন। ২০২২ সালের ২০ মার্চ মাদরাসা বন্ধ দিলে শিক্ষার্থী ও অন্য শিক্ষকরা বাড়ি চলে যান। কিন্তু আলতাফুর রহমান ওই শিক্ষিকাকে বাড়ি যেতে দেননি। মাদরাসায় একা রেখে ধর্ষণ করে ভিডিও ধারণ করেন। পরে ওই শিক্ষিকা মাদরাসা থেকে চাকরি ছেড়ে দেন।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে আলতাফুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ওমর ফারুক নাঈম/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।