সাপে কামড় দিলে নেওয়া হয় কবিরাজের কাছে, পরে মৃত্যু
পাবনায় জালে পেঁচানো সাপের কামড়ে জাহেদ আলী খাঁ (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে তিনি মারা যান।
এর আগে বুধবার রাতে সাঁথিয়া উপজেলার শামুকজানি গ্রামে তাকে কামড় দেয় সাপ।
স্থানীয়রা জানান, রাতে বাড়ির পাশে খরা জাল পেতেছিলেন তিনি। জাল ওঠাতে গিয়ে জালের সঙ্গে পেঁচানো সাপে ছোবল দেয় জাহেদ আলীকে। তিনি বাড়ি এসে ঘটনাটি পরিবারকে জানালে স্বজনরা তাকে বাড়ির পাশের এক কবিরাজের কাছে নিয়ে যায়। সেখানে কবিরাজ জানান, বিষ নামিয়ে দিয়েছেন। তাকে রাতেই বাড়ি নিয়ে আসা হয়।
এদিকে ভোরের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে আরেক কবিরাজের কাছে নিয়ে যান। তিনি অপারগতা প্রকাশ করলে তাকে প্রথমে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমিন ইসলাম জুয়েল/জেডএইচ/জিকেএস