হিলি দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ভারতে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে একদিন ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম চালু হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় পণ্যবাহী একটি ট্রাক প্রবেশের মধ্যদিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহিন।
তিনি জানান, ভারতে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সে দেশে সরকারি ছুটি থাকায় ভারত হিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এ কারণে বুধবার বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল।
আজ বৃহস্পতিবার আবারও দুদেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে।
মো.মাহাবুর রহমান/জেডএইচ/জিকেএস