ছাত্র আন্দোলনে নিহত আরিফের দাফন সম্পন্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে ৫৭ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যাওয়া সাইফুল ইসলাম আরিফের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১টায় ফেনীর দাগনভূঞা উপজেলার কৌশল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আরিফ দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের মধ্যম কৌশল্যা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। সে স্থানীয় দরবেশেরহাট মাদরাসার ছাত্র ছিল।
ঢাকার সিএমএইচ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়।
এরআগে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনগুলোর সশস্ত্র হামলায় আহত হন আরিফ। এরপর থেকে তার চিকিৎসা চলছিল।
নিহত আরিফের বাবা আলতাফ হোসেন বলেন, ‘আরিফ আমার একমাত্র ছেলে। আমি একজন গরিব কৃষক। পরিবারে সচ্ছলতা ফেরাতে ছেলেকে বিদেশে পাঠাতে চেয়েছিলাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস! বিদেশ না গিয়ে আমার ছেলে এই পৃথিবী থেকে চলে গেলো।’
আবদুল্লাহ আল-মামুন/এসআর/এএসএম