মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ০১ অক্টোবর ২০২৪
ফাইল ছবি

মিয়ানমার সীমান্তে নাফ নদী সংলগ্ন লালচরে ফল পাড়তে গিয়ে (আনার গোলা) মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং পয়েন্টের ওপারে মিয়ানমার সীমান্তের নাফ নদী সংলগ্ন লালচরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

আহত ওমর ফারুক (১৮) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড উত্তর পাড়ার মো. ইলিয়াসের ছেলে।

চেয়ারম্যান বলেন, সকাল ১০টার দিকে অবৈধভাবে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদী সংলগ্ন লালচরে এক ধরনের ফল (লোকাল ভাষায় আনার গোলা বলে পরিচিত) আনতে যায় হোয়াইক্যং উত্তরপাড়া গ্রামের ওমর ফারুক। মিয়ানমার সীমান্তে লালচরে প্রবেশ করা মাত্র পুতে রাখা মাইন বিস্ফোরণে তার ডান পা গুরুতর যখম হয়।

চেয়ারম্যান আরও বলেন, ভিকটিমের পরিবার বিষয়টি জানলে সেখান থেকে তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন।

সায়ীদ আলমগীর/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।