সেতুর নিচে পড়েছিল থানা থেকে লুট হওয়া রাইফেল
নোয়াখালীর বেগমগঞ্জে একটি সেতুর নিচ থেকে বস্তায় মোড়ানো চায়না রাইফেল উদ্ধার করেছে র্যাব। ধারণা করা হচ্ছে এটি ৫ আগস্ট সোনাইমুড়ী থানা থেকে লুট হওয়া অস্ত্র।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার কালারপুল নামক স্থান থেকে অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে এটি বেগমগঞ্জ মডেল থানায় জমা দেওয়া হয়েছে।
র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালারপুল এলাকায় সেতুর নিচ থেকে বস্তায় মোড়ানো একটি ৭.৬২ মি.মি. চায়না রাইফেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এটি দীর্ঘদিন পানিতে পড়ে থাকায় জং ধরে গেছে। ধারণা করা হচ্ছে এটি সোনাইমুড়ী থানা থেকে লুট করা অস্ত্র। পরে আইনগত ব্যবস্থার জন্য অস্ত্রটি বেগমগঞ্জ মডেল থানায় জমা দেওয়া হয়েছে।
ইকবাল হোসেন মজনু/জেডএইচ/জিকেএস