সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়লো

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৪
ফাইল ছবি

পাহাড়ের রাজনৈতিক অস্তিরতার কারণে তৃতীয় দফায় বাড়ানো হয়েছে সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

বিবৃতিতে বলা হয়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আবারও সাজেক ভ্রমণে নিরুৎসাহিত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩ অক্টোবর পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।

পাহাড়ের সহিংসতার জেরে ২০ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চারদিন সাজেকে দেড় হাজার পর্যটক আটকা পড়েন। এসব পরিস্থিতি বিবেচনায় প্রশাসন তৃতীয় দফায় নিষেধাজ্ঞা দিলো।

সাইফুল উদ্দীন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।