ছাত্র আন্দোলন
গুলিবিদ্ধ হওয়ার ৫৫ দিনের মাথায় চলে গেলেন কারিমুল
হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত আরও এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম কারিমুল ইসলাম (২০)। তিনি লাখাই উপজেলার পশ্চিম রুহিতনশী গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। তিনি ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য ছিলেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নিহতের নানা জিল্লুর রহমান জানান, কারিমুল ইসলাম ঢাকায় থাকতেন। সেখানে তিনি নতুন ব্যবসা শুরু করেছিলেন। ইসলামী ছাত্র আন্দোলনের একজন সদস্য ছিলেন। শুরু থেকেই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। গত ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে বুক, মুখ ও হাতে গুলিবিদ্ধ হন কারিমুল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গত কয়েকদিন ধরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সোমবার ভোরের দিকে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে মরদেহ লাখাই উপজেলার রুহিতনশী গ্রামে নিয়ে আসার কথা রয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, বিষয়টি আমার জানা নেই। যেহেতু ঢাকায় মারা গেছেন তাই হয়তো কেউ জানাননি।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/এএসএম