ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত দুজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন, হালুয়াঘাট উপজেলার আমতলী এলাকার মোস্তফা (৬৫) ও গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার নাসিমা (৩৫)।
ডা. মুন বলেন, মৃত মোস্তফা গত ২৩ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ২টার দিকে মারা যান। অপরদিকে নাসিমা গত ২৭ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়। পরে রোববার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। বর্তমানে হাসপাতালে মোট ৩২ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ২৬, নারী পাঁচ ও এক শিশু রয়েছে।
মঞ্জুরুল ইসলাম/এএইচ/জেআইএম