দিনাজপুর

দাঁড়িয়ে থাকা ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ১১:০৫ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২৪

দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টায় উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাণীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আব্দুল গফফার (৬৮) ও আনোয়ার হোসেন। পুলিশ কাভার্ডভ্যানের চালকে আটক করেছেন। আব্দুল গফফার রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরাহাট এলাকার আফজাল হোসেনের ছেলে ও আনোয়ার হোসেন দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রাম এলাকার ওমর আলীর ছেলে।

আহতরা হলেন, হাকিমপুর উপজেলার সাইদুল ইসলামের ছেলে আল আমিন (৩৫), একই উপজেলার মফিজ উদ্দিনের ছেলে এনামুল (৩৬), নবাবগঞ্জ উপজেলার সিরাজুল ইসলামের ছেলে মোস্তফা (৩৬)।
আহতরা সবাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার এসআই সাব্বির মণ্ডল।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে মাছের আড়তের পাশে বেশকিছু ভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে দিনাজপুর গামী একটি ট্রাক দাঁড়িয়ে ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলে আব্দুল গফফার মারা যান।

এ ঘটনায় স্থানীয়রা বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আনোয়ার হোসেন মারা যান।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।

মো. মাহাবুর রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।